Monday, September 12, 2016

নারীর যৌন তৃপ্তির লক্ষণঃ

নারীর যৌন তৃপ্তির লক্ষণঃ

গতবারে নারীর যৌন উত্তেজনার লক্ষণসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। এবারে নারী যৌন তৃপ্তি লাভের ১০টি লক্ষণ নিম্নে দেয়া হলঃ

১) দেহ নুইয়ে পড়ে।

২) সারাটা দেহে যেন অবসান আসে।

৩) দ্রুত হৃদস্পন্দন হতে থাকে।

৪) আবেশে চোখ বুজে থাকে।


৫) যোনি থেকে রসস্রাব ক্রমাগত নির্গত হয়।


৬) নারীর সারা দেহে পুনঃপুনঃ শিহরণ হতে থাকে।


৭) ধীরে ধীরে গোঁ গোঁ বা প্রাণীর অনুরূপ শব্দ বের হতে পারে।


৮) সে পুরুষকে জোর করে বুকে চেপে ধরে রাখতে পারে।


৯) সারা শরীর কাঁপা দিয়ে উঠতে পারে।


১০) সব শেষে অনেকে জোরে জোরে হাসে আবার অনেকে মুচকি হাসি দিতে দিতে চোখ বুজে ঘুমিয়ে পরে।


No comments:

Post a Comment